সত্য
প্রেম
পবিত্রতা
ভিশনঃ
বিশ্বগ্রামের সাথে সম্পর্ক রেখে আধুনিক দক্ষ ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টি।
মিশনঃ
সকল ছাত্র-ছাত্রীদের জন্য মানসম্মত শিক্ষা প্রদান।
সেবা সমূহঃ
ক্রমিক |
সেবার নাম |
সেবা দান পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (নাম, পদবী,ফোন নং) |
১ |
উচ্চ মাধ্যমিক,স্নাতক, স্নাতক (সম্মান) ও মাস্টার্স ভর্তি |
শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয় প্রদত্ত সার্টিফিকেট বা চাহিদাপত্র সরাসরি বা অনলাইনে জমা |
বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা |
আহবায়ক ভর্তি কমিটি |
২ |
শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা গ্রহণ |
স্ব স্ব বিভাগ |
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী |
বিভাগীয় প্রধান |
৩ |
বৃত্তি, উপবৃত্তি ও আর্থিক অনুদান |
আবেদনপত্র যাচাই বাছাই করার পর যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে চেক বা নগদ প্রদান |
সর্বোচ্চ ৬০ দিন |
আহবায়ক বৃত্তি/উপবৃত্তি কমিটি অথবা হিসাব রক্ষক অধ্যক্ষের কার্যালয় |
৪ |
প্রসংশাপত্র, অবতীর্ণ ও চারিত্রিক সনদ প্রদান |
আবেদনপত্র সরাসরি বিভাগীয় প্রধান বা অধ্যক্ষের কার্যালয়ে জমা |
সর্বোচ্চ ৬ ঘন্টা |
সকল বিভাগীয় প্রধান বা উপাধ্যাক্ষ সরকারি বিএম কলেজ, বরিশাল |
৫ |
ছাত্র-ছাত্রীর আবাসন ব্যবস্থা |
অনার্স ও মাস্টার্স ভর্তির সময় আবেদনপত্র গ্রহণ করা হয় |
আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর ২৫ দিন |
তত্ত্বাবধায়ক বিভিন্ন ছাত্র-ছাত্রীদের হোস্টেল সরকারি বিএম কলেজ, বরিশাল |
৬ |
পরিবহণ ব্যবস্থা |
কলেজ কর্তৃপক্ষ প্রদত্ত আইডি কার্ড/ ভর্তির সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা |
প্রতিদিন |
আহবায়ক (পরিবহণ কমিটি) সরকারি বিএম কলেজ |
৭ |
সহশিক্ষা কার্যক্রম |
নির্দিষ্ট সময়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা |
বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা |
আহবায়ক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি ও জনাব আফিল উদ্দিন, শরীর চর্চা শিক্ষিক, সরকারি বিএম কলেজ, |
৮ |
বিএনসিসি কার্যক্রম |
আবেদনপত্রের মাধ্যমে রিক্রুট করা হুয় |
বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা |
PUO সরকারি বিএম কলেজ |
৯ |
ICT সেবা |
শিক্ষকদের ইনহাউজ ট্রেনিং ও ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত সাইবার সেন্টার |
শিক্ষকদের জন্য- ২ মাস, ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন |
কো-অর্ডিনেটর, ICT বিভাগ |