সত্য
প্রেম
পবিত্রতা
আইসিটি সেল পরিচিতি
সরকারি ব্রজমোহন কলেজে তিনজন শিক্ষকের সমন্বয়ে একটি শক্তিশালী আসিটি সেল রয়েছে। সরকারি বিভিন্ন ঘোষণা ও পরিপত্র অনুযায়ী আসিটিবিষয়ক কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন এবং কলেজ ওয়েবসাইট পরিচালনার জন্য সেলটি কাজ করে যাচ্ছে। সরকারি ব্রজমোহন কলেজের নিজস্ব একটি ব্রডব্যান্ড সার্ভার রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় কজেলের ২২ টি বিভাগসহ বিভিন্ন দপ্তরে ওয়াইফাই ব্যবস্থাসহ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা চালু রয়েছে। কলেজ ওয়েবসাইট সম্পূর্ণ ডেটাবেজ ভিত্তিক ও ডাইনামিক করার উদ্দেশ্যে এ ওয়েবসাইট সেলটি গঠিত হয়। কলেজ ওয়েবসাইটি সম্পূর্ণ নতুনভাবে ছাত্র ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষাদান ও কার্যক্রম ব্যবস্থাপনার জন্য পূনর্গঠন করা হয়েছে।
আইসিটি সেলের অবস্থান: প্রশাসনিক ভবনের দোতলা
আইসিটি সেল কমিটি:
১। মনোজ হালদার, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, আহবায়ক
২। আরাফাত হোসাইন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান সদস্য
একজন সদস্য বদলীজনিত কারনে অন্য কলেজে পদায়ন হওয়ায় সদস্যপদটি শূণ্য রয়েছে।
এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট কমিটি (আহবায়ক: প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম ) ওয়েবসাইট পূনর্গঠন কমিটি (আহবায়ক: প্রফেসর শাহারিয়ার কিবরিয়া ) নামক দুটি কমিটি রয়েছে যার মাধ্যমে যথাক্রমে ব্রডব্যান্ড সংযোগ গ্রহন ও মনিটরিং এবং ওয়েবসাইট পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হয়।